কালিায়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুরের কালিায়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রানা আহমেদ (২৪)। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকায়।

কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ খান জাগো নিউজকে জানান, সকাল আটটার দিকে চন্দ্রা মোড় এলাকার একটি ফিলিং স্টেশন থেকে রানা মোটরসাইকেলে তেল নেন। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওঠার সময় গাজীপুরগামী একটি ট্রাক তার মোটরসাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
                
মোঃ আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।