শায়েস্তাগঞ্জে চোরাই কাঠসহ আটক ৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন লাখ টাকার চোরাই কাঠ ও দুটি ট্রাকসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে আজিজুল খান (২৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের লাল মিয়ার ছেলে তানভীর হোসেন (২২) ও শরীয়তপুরের গোসারহাট উপজেলার চইদীপুর গ্রামের শফিক বেপারীর ছেলে আইনাল বেপারী (৪৭)।

বনবিভাগ সূত্র জানায়, গামাই কাঠের ৩২ পিস সলিড দরজা ও ৬৩ পিস শিলকড়ই কাঠের চৌকাঠবোঝাই দুটি ট্রাক (ঢাকা মেট্রো ন ১৬-৫৩৩৭ ও মেট্রো ন-১৭-১৫৪৭) ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলো। এসময় ট্রাক দুটি জব্দ করে তিন চোরাকারবারিকে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, বনবিভাগের ট্রানজিট পাসসহ কোনো ধরনের কাগজ দেখাতে না পারায় তাদের আটক করি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান বলেন, জব্দকৃত কাঠ-গাড়ি ও আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।