গৌরীপুরে মাদকসহ আটক স্বামী-স্ত্রীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে গাঁজাসহ আটক স্বামী-স্ত্রীকে কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মারুফ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মো. আব্দুল মান্নান (৪০) ও তার স্ত্রী নাছিমা বেগম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরির্দশক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুম্বাইল গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক আব্দুল মান্নানকে এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং স্ত্রী নাছিমা বেগমকে ১৫ মাস কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।