টানা ৩ দিন মৃত্যুশূন্য রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

রংপুর বিভাগে টানা তিন দিন করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৪৮টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক শূন্য ১।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জনা যায়।

নতুন শনাক্তের মধ্যে রংপুরের পাঁচজন, পঞ্চগড়ের ১১ জন, নীলফামারীর দুজন, লালমনিরহাটের দুজন, কুড়িগ্রামের সাতজন, ঠাকুরগাঁওয়ের ১৯ জন, দিনাজপুরের চারজন ও গাইবান্ধার একজন আছেন।

এ নিয়ে বিভাগে করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫৪ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ২১৮।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, সারা দেশেই করোনার সংক্রমণ কমছে। রংপুর বিভাগেও একই চিত্র। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর যেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, বাইরেও সেভাবে মানা হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জিতু কবীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।