কীর্তনখোলা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর এ অভিযান পরিচালনা করেন। এসময় বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

jagonews24

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর বলেন, নগরীর ডিসিঘাট থেকে নদীবন্দর পর্যন্ত নদী তীরের প্রায় দেড়শ’ মিটার জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সাইফ আমীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।