বগুড়ায় বাসের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:০৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার ভোরে পৌরশহরের হাজীপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অজ্ঞাতপরিচয় ওই নারী (৩২) মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ওই নারী সম্ভবত পাগল ছিলেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।