বরিশালে ১৬ নৌযানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

বরিশালে বলগেট, ট্রলার, কার্গো, তেলবাহী ট্যাংকার ও স্পিডবোটসহ ১৬ নৌযানকে তিন লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিনভর নদী বন্দর এলাকায় অভিযান চালান নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) বদরুল হাসান লিটন। অভিযানে র‌্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

fine1

সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌদুর্ঘটনা রোধে অভিযানে নামে নৌপরিবহন অধিদপ্তর। এসময় ফিটনেস সনদ, চালকের সনদ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জীবনরক্ষাকারী সরঞ্জাম না থাকায় ১৬ নৌযানকে তিন লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বদরুল হাসান লিটন বলেন, নৌযানের ফিটনেস ও সনদহীন চালকের কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে সম্প্রতি অভিযান শুরু হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাইফ আমীন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।