বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

নেত্রকোনায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোহরাব হোসেন নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দরুনবালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহরাব হোসেন কাইলাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সদর উপজেলার দরুনবালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার দুই সন্তানের জননী ওই নারীর প্রথম স্বামী দীর্ঘদিন আগে মারা যান। পরে আবার বিয়ে করার পর দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান। এ অবস্থায় পার্শ্ববর্তী এলাকার সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

এ ঘটনায় ভিকটিম কয়েকদিন আগে বিয়ের কথা বললে অভিযুক্ত সোহরাব হোসেন অস্বীকৃতি জানান। পরে সোমবার রাতে বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন ওই নারী।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আসামিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এইচ এম কামাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।