রামগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে মাদকাসক্ত স্বামী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী আসমা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত স্বামী মো. ইউসুফকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ইউসুফ দেহলা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে ইউসুফের সঙ্গে একই গ্রামের সিরাজুল হকের মেয়ে আসমার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মাদকাসক্ত ইউসুফ বিভিন্ন সময় আসমাকে মারধর করতো। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশও হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রাতে ইউসুফ আসমাকে এলোপাতাড়ি মারধর করে। এতে আসমা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। ঢাকা নেওয়ার পথেই আসমা মারা যায়।

এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) আসমার ভাই মামুন হোসেন বাদী হয়ে ইউসুফের বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা মামলা করে। পরে থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইউসুফ মাদকাসক্ত। স্ত্রীকে হত্যার অভিযোগের তাকে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।