সরকারি নির্দেশ অমান্য করে হাতিয়ায় চলছে আ.লীগ নেতার ট্রলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

বৈরী আবহাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। রোববার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ জারি থাকবে।

তবে এসব নির্দেশ অমান্য করে প্রকাশ্যে যাত্রী বহন করছে হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর মালিকানাধীন তিনটি ট্রলার (বারো আউলিয়া)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদ আলীর ট্রলার চলাচলের বিষয়টি নিশ্চিত করেন নলচিরা ঘাটের নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যার আগেও বারো আউলিয়া ট্রলার নলচিরা ঘাটে এসে যাত্রী নামিয়েছে। তবে স্পিডবোট বন্ধ রয়েছে।

এদিকে, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, নদী উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে নির্দেশ অমান্য করে কেউ ট্রলার চালালে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর স্ত্রী নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস আলী জাগো নিউজকে বলেন, সিগনালের কারণে হাতিয়ার সব নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। বারো আউলিয়া ট্রলার চলছে কিনা জানি না। তবে জরুরি প্রয়োজনে দু-একটা ট্রলার চলতে পারে।

ইকবাল হোসেন মজনু/এসজে/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।