চাকরির কথা বলে ভাতিজিকে যৌনতায় বাধ্য করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

চাকরি দেওয়ার কথা বলে ফ্ল্যাটে আটকে রেখে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে আপন চাচা ও ফুফু-ফুফার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী (১৮)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বরিশালের বন্দর (সাহেবের হাট) থানায় এ মামলা করেন তিনি।

মামলায় অভিযুক্তরা হলেন- ওই তরুণীর চাচা সোহেল খান (৪০), ফুফা নজরুল ইসলাম (৪০) ও ফুফু নুপুর বেগম (৩০)। তাদের গ্রামের বাড়ি বরিশালে হলেও দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে বসবাস করছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর ১৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের দুই মাসের মাথায় স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ওই তরুণী বাবার বাড়ি অবস্থান করছিলেন। সংসারে আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি একটি কাজ খুঁজছিলেন। এ সুযোগে ফুফু নুপুর বেগম ভালো বেতনে ঢাকায় চাকরির কথা বলে তাকে প্রলোভন দেখাতে থাকেন। এক পর্যায়ে ফুফুর প্রস্তাবে রাজি হন তরুণী।

২০২০ সালের ৯ নভেম্বর চাচা ও ফুফু-ফুফা মিলে তাকে ঢাকার শনিরআখড়ায় একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে প্রায় আট মাস ধরে তাকে আটকে রাখা হয়েছিল। তাকে দিয়ে যৌনকর্ম করিয়ে টাকা উপার্জন করেছেন চাচা ও ফুফু-ফুফা। এ কাজ করতে না চাইলে তাকে মারধর করা হতো। ওই তরুণী কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছেন। তবে তারা দিনরাত পাহারায় থাকতেন।

১০ জুলাই বিকেলে ফুফুর বাসার কাজের বুয়ার সহায়তায় পালিয়ে যান ওই তরুণী। সেখান থেকে তার গ্রামের বাড়ি ফিরে এসে লোকলজ্জা ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, গ্রামে থাকা অবস্থায় আবারও ঢাকায় নিয়ে যৌনকর্ম করাতে চাচা ও ফুফু-ফুফা তাকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এ অবস্থায় তাদের হাত থেকে রক্ষা পেতে আইনের আশ্রয় নিতে বাধ্য হন তরুণী। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি।

এ বিষয়ে বন্দর (সাহেবের হাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তিনজনের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা করেছে তরুণী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাইফ আমীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।