সিলেটে এটিএম বুথে ডাকাতি, ২৪ লক্ষাধিক টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৪ লক্ষাধিক টাকা লুট করেছে একদল ডাকাত।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শেরপুরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার ভোরে একদল ডাকাত শেরপুর নতুন বাজারে ইউনুস মার্কেটের নিচতলায় ব্যাংকটির এটিএম বুথে যায়। এসময় বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ পুলিশের উর্ধবতন কর্মকর্তারা।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বলেন, ‘টুপি ও মাস্ক পরে চারজন বুথে ঢুকে নিরাপত্তকর্মীকে জিম্মি করে টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।’

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ডাকাতদল মুখোশ পরিহিত ছিল, তাই তাদের শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক ইউনিটের একাধিক দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।

ছামির মাহমুদ/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।