বয়স্ক ভাতার কার্ড আনিসুরের, মোবাইল নম্বর মেম্বারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১
ভুক্তভোগী আনিসুর রহমান

ময়মনসিংহের নান্দাইলে মো. আনিসুর রহমান (৭৯) নামের এক ব্যক্তির বয়স্ক ভাতা কার্ডে ইউপি মেম্বারের মোবাইল নম্বর দেওয়ায় টাকা পাচ্ছেন না ভুক্তভোগী। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী।

ভুক্তভোগী আনিসুর রহমান উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। অভিযুক্ত জসীম উদ্দিন বাবুল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি জানতে পারি আমার নামে বয়স্ক ভাতার কার্ড হয়েছে। প্রথম কিস্তিতে তিন হাজার টাকা ও দ্বিতীয় কিস্তিতে ১৫১০ টাকা একটি মোবাইল নম্বরে এসেছে। অথচ আমি ভাতার টাকা পাচ্ছি না। খোঁজ নিয়ে জানতে পারি, আমার বয়স্ক ভাতার টাকা ইউপি মেম্বার জসিম উদ্দিন বাবুলের নম্বরে টাকা আসছে। পরে তার সঙ্গে যোগাযোগ করলে দেই-দিচ্ছি বলে ঘুরাচ্ছেন। গত ৯ সেপ্টেম্বর এর প্রতিকার চেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, বয়স্ক ভাতার আবেদন ফরম জমা দেওয়ার সময় মেম্বারকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। নাম-ঠিকানার জায়গায় আমার নামসহ সব ঠিকঠাক থাকলেও মোবাইল নম্বরের জায়গায় মেম্বার তার নিজের নম্বর দিয়ে দিয়েছেন। এখন তার নম্বরেই টাকা আসছে।

এ বিষয়ে জানতে ইউপি মেম্বার জসীম উদ্দিন বাবুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।