নিউজিল্যান্ডে পিএইচডিরত নোবিপ্রবি শিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মারা গেছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউজিল্যান্ডে আকস্মিকভাবে মারা যান তিনি।অর্পিতা রায় নিউজিল্যান্ডে পিএইচডি করছিলেন।

তার অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগায় পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।