ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে প্রায় দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন-ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের মো. রফিক (২৭)।

এ ঘটনায় আটকরাসহ পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।

পলাতক রোহিঙ্গা দালালরা হচ্ছেন-ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের বি ১৫-১৬ নম্বর কক্ষের আবু ফয়েজের ছেলে সাদ্দাম হোসেন (৩০), একই ক্লাস্টারের জি-১২ নম্বর কক্ষের নূর মোহাম্মদের ছেলে শুক্কুর (৩২), ৫৩ নম্বর ক্লাস্টারের এইচ-৩ নম্বর কক্ষের আবদুল করিমের ছেলে নূর হোসেন (২২) ও ৬১ নম্বর ক্লাস্টারের এম-১৩ নম্বর কক্ষের নূর মেহেরের ছেলে আয়াত উল্যাসহ (২৫) অজ্ঞাতনামা ৮-৯ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।