বিদ্যুৎ চুরির অভিযোগে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০১৪

বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট গ্রাহককে ১৪ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা জরিমানা করেছে। রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, সালনা, বিকেবাড়ি ও নান্দুয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন- গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটি স্নিগ্ধা তালুকদার। এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করে ব্যবহারের দায়ে সালনা এলাকার সামসুল হককে এক লাখ ১৫ হাজার ৮২৬ টাকা, একই এলাকার আব্দুল বাতেনকে ৯৯ হাজার ১২৪ টাকা, নান্দুইন এলাকার আব্দুল কাদেরকে এক লাখ ১০ হাজার ৮২৬ টাকা, একই এলাকার হাজী কবির হোসেনকে তিন লাখ ৫৬ হাজার ৫৭৮ টাকা, পশ্চিম ডগরী এলাকার মো. সুজনকে দুই লাখ ৪৪ হাজার ৫১৮ টাকা, বিকেবাড়ি এলাকার মো. শাহজালালকে দুই লাখ ৪৪ হাজার ৫১৮ টাকা এবং মির্জাপুর এলাকার মো. আমিনুল ইসলামকে দুই লাখ ৩৪ হাজার ৫৮০টাকা, একই এলাকার আব্দুল আজিজকে ৪১ হাজার ১৬১ টাকা জরিমানা ও আদায় করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।