ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক কলহের জেরে মো. মিন্টু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মধ্যবেতছড়ি এলাকা থেকে ঘাতক মো. জসিম উদ্দিন জনিকে (২৪) আটক করেছে পুলিশ।

মো. মিন্টু মিয়া ওই গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। পেশায় তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছেলে মো. জসিম উদ্দিন জনি নেশা করে পরিবারে কলহ সৃষ্টি করতেন। শুক্রবারও নেশা করে বাড়িতে আসলে বাবা-ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম উদ্দিন জনি দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।