খুলনার মহসেন জুট মিল চালুর দাবিতে স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

খুলনার মহসেন জুট মিল দ্রুত চালু, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছে বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল ফেডারেশন।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, এরশাদ আলী, আব্দুর রহমান মোড়ল, গোলাম রসুল, নুরু ফকির, আব্দুল হালিম, দাউদ মোল্যা, মুনসুর শহিদ, আবুল কাশেম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, তিন বছর মিলটি বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে ২১ জন শ্রমিক মারা গেছেন। অর্থাভাবে শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাদের ছেলে মেয়েদের। মিল এলাকায় হাহাকার বিরাজ করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে মিলটি চালু করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।