নোয়াখালীতে শিক্ষকের বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ১০:০১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় নারী ও শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে ৭নং ওয়ার্ড পূর্ব বটতলা গ্রামের আজিম উদ্দিন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই বাড়ির মুকবল আহমদের ছেলে ও বীজবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন চৌধুরী (৪৬), তার স্ত্রী মুন্নি বেগম (৩৫), শালিকা পম্পী আক্তার (৩০), মেয়ে তানিসা আক্তার (১২), মনিসা আক্তার (১৮) এবং ছেলে মাহিমসহ (১৩) সাতজন।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, বুধবার আজিম চৌধুরীর ছোট মেয়ে তানিসার জন্মদিন উপলক্ষে বাড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তাদের বাঁধা দিতে আসলে আজিম চৌধুরীকে এলোপাথাড়ি কুপিয়ে ও অন্যদের পিটিয়ে জখম করে ডাকাত দল। পরে ডাকাত দল তাদের ঘর থেকে নগদ সাত লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আজিম উদ্দিন চৌধুরীর ডান হাতের একটি আঙুল এবং তার বাম হাত ও পিটে কুপের জখম রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।