৪ দিন ধরে মর্গে পড়ে আছে মরদেহ, মিলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চারদিন ধরে পড়ে আছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামে আবেদন করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির চক্রবর্তী জানান, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত ওই ব্যক্তিকে ভর্তি করেন শিবগঞ্জ উপজেলার রনি নামের এক যুবক। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পির তিনি মারা যান। ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। পুলিশেরও ধারনা অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে মারা যাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে রাখেন।

এদিকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা শিবগঞ্জের সেই রনিকে পুলিশ খুঁজে পায়নি। ভর্তি রেজিস্টারে মোবাইল নাম্বার দেওয়া থাকলেও গত চারদিন ধরে নম্বরটি বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক জাহিদ হাসান বলেন, ফিঙ্গার প্রিন্ট থেকে নাম ঠিকানা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনও তথ্য আসেনি।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।