নারী স্বাস্থ্যকর্মীর হাত ধরে গালি, মুচলেকায় মেম্বারের মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণটিকাদান কেন্দ্রে এক নারী স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) মতিউর রহমান।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, দেশব্যাপী গণটিকাদানের অংশ হিসেবে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কর্মসূচি চলছিল। এ সময় তাহিরপুর সদর ইউপি মেম্বার মতিউর রহমান কোনো কারণ ছাড়াই টিকাদানকারী নারী স্বাস্থ্যকর্মীর হাতে ধরে তাকে খারাপ ভাষায় গালাগালি করতে থাকেন এবং টিকা কার্যক্রম বন্ধ করে দেন। বিষয়টি আরেক টিকাদানকারী স্বাস্থ্যকর্মী রিংকু চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিওকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে বসে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে মুচলেকা দেন মেম্বার মতিউর রহমান।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ইউপি মেম্বার মতিউর রহমানকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।