কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জঙ্গি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার নাম আব্দুর রাজ্জাক (৬০)। তিনি মাদারীপুরের রাজৈর থানা মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, বিকেলে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন আব্দুর রাজ্জাক। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলার আসামি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।