পাউরুটির প্যাকেটে উৎপাদন তারিখ ০৭-০৯-২০২২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে শহরের একটি বেকারিতে পাউরুটির উৎপাদন তারিখ পাওয়া যায় ২০২২ সালের।

Mobile-Cort-Pic-1

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের চারটি স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অভিযানে সহযোগিতা করেন দিনাজপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. জেহাদী হাসান।

Mobile-Cort

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের পুলহাট এলাকায় মা বেকারির কারখানায় পাউরুটির মেয়াদ ২০২২ সালের ৭ সেপ্টেম্বর উল্লেখ করে বাজারজাত করছিল। পরে ওই বেকারির স্বত্বাধিকারী জমিদুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ীতে অবস্থিত শহরের দিলশাদ ভান্ডার হোটেলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এমদাদুল হক মিলন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।