টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নিহত ২


প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দু`জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী সদর ইউনিয়ন কমান্ডার আজিজুল হক (৭৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।

bass

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম সিকদার জাগো নিউজকে জানান, রাজধানী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। বাসটি কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথর ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু`জন নিহত হন। এ ঘটনায় আহত ৯ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

এমজেড/এমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।