জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী শহর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

জোয়ারের পানিতে পটুয়াখালী শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জোয়ার শুরুর পর থেকেই শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শহরের মহিলা কলেজ রোড, পোস্ট অফিস সড়ক, নবাব পাড়া, নিউ মার্কেট, এসডিও সড়কসহ অনেক স্থান জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

jagonews24

পটুয়াখালী পোস্ট অফিস সড়কের ব্যবসায়ী আরাফাত জানান, আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে প্রতিদিন আড়াই থেকে তিন ঘণ্টা পানি জমে থাকে। এ সময়ে ব্যবসা বাণিজ্য করতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। জোয়ার শুরুর সময় ১০-১২ ইঞ্চি পানি উঠে যায়।

নিউমার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, আশপাশের সড়কগুলো উঁচু হলেও মার্কেটটি এখনও নিচু স্থানে রয়েছে। ফলে জোয়ারের পানিতে মার্কেটের মধ্যে ড্রেন দিয়ে পানি ঢুকে পড়ে। ফলে বেশ ভোগান্তি পোহাতে হয়।

jagonews24

পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ জানান, পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ হলেও জোয়ারের পানিতে শহর প্লাবিত হয়। সমস্যা সমাধানের পানি উন্নয়ন বোর্ড এবং পটুয়াখালী পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া শহরে নদীর পাড় দিয়ে একটি মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে এ সমস্যা থাকবে না।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী বলেন, এক দশক আগে শহররক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হলেও পরে কোনো সংস্কার কাজ হয়নি। বাঁধের অনেক সুইজগেট অকার্যকর হওয়া এবং কিছু কিছু জায়গা বাঁধ ক্ষতিগ্রস্তের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।