ভোলায় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আটক ১
ভোলায় ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. হামিদ (২৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক যুবক ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের সুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় দুই/তিন দিন আগে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা নিয়ে যায়। পরে আজ সেই ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করে তারা। ওই সময় ভাগাভাগির নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ডাকাতরা। পরে স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও হামিদ ডাকাতকে আহত অবস্থায় আটক করে তারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আহত অবস্থায় হামিদকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। সে ডাকাত কি-না এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি। তবে বিষয়টি তদন্ত চলছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জেআইএম