বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ৭


প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

বান্দরবানের লামার ইয়ংছা এলাকায় মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Bandorban

বৃহস্পতিবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত এবং আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Bandorban

নিহতদের সকলের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে বলে জানা যায়। নিহতরা হলেন, রাজীব (৪০), রবিন (৩৫), আফতাব (৫৫), আমজাদ (৪৫), হাসান (৩৫), রকীব (৪০), ও আলেক (৩৪)। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে চারজন নিহত হন। এরপর আহতদের কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

Bandorban

লামার মিরিঙ্গা পর্যটনকেন্দ্রে টাওয়ার স্থাপনের জন্য এ মালামাল বহন করা হচ্ছিল।

Bandorban

সৈকত দাস/জেডএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।