কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার নাঙ্গলকোটে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে নোয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ঘরের দরজার নিচের মেঝে ভেঙে ঘরে ঢোকে চোর। মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘরে থাকা ব্যক্তিরা টের পেয়ে চিৎকার করেন। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ পাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি আ স ম আব্দুন নূর।

জাহিদ পাটোয়ারী/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।