হত্যা মামলার ক্লু উদ্ঘাটনে গিয়ে ৫ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরে হত্যা মামলার ক্লু উদ্ঘাটন করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. মারুফ হোসেন (৩০), এনামুল (২২), মো. আমিনুল (২৪), মো. শামীম (২৪) ও আবদুল আহাদ (৩৪)। তারা গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

jagonews24

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর দুপুরে গাজীপুরের বারবৈকা মধ্যপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার মরদেহ শনাক্ত করেন। মো. সেলিম সরদার গত মঙ্গলবার পিকআপ নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। পরে প্রযুক্তির সহায়তায় বাসন ও সদর থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। এসময় সাতটি পিকআপ উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেফতাররা পিকআপ ছিনতাই ও মো. সেলিম সরদারকে হত্যার দায় স্বীকার করেছেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।