গবেষক মাওলানা হেলাল উদ্দিন আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরে ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা হেলাল উদ্দিন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মাওলানা হেলাল উদ্দিন লক্ষ্মীপুরের রায়পুরের পীরে কামেল হযরত বড়মিয়া সাহেব বাগদাদীর (র.) নাতি ও পীরে কামেল ছাদু মিয়া সাহেবের ছোট ছেলে। তিনি বড়মিয়া সাহেব বাগদাদীর (র.) মাজার পরিচালনার পাশাপাশি বহু ধর্মীয়গ্রন্থ রচনা করেন।

তার বড় ভাই আলমগীর হোসেন বলেন, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রায়পুর মার্চ্চেন্টস একাডেমি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ছয় মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।

তার মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।