জোয়ারে ভেসে এলো শিশুর অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার জোয়ারে অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামে জোয়ারের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। সন্ধ্যা ৬টা পর্যন্ত মরদেহটি কেউ উদ্ধার করেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোয়ারে ভেসে আসা কচুরিপানার সঙ্গে মরদেহটি আটকে আছে। দুপুরে স্থানীয়রা দেখে রামগতি থানায় খবর দেয়। পরে পুলিশ বিষয়টি বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়িকে অবিহিত করে। ২-৩ দিন আগে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চর আবদুল্লাহ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, দুপুরে মরদেহটি ভাসতে দেখা যায়। এখনো কেউ উদ্ধার করেনি। থানায় খবর দেওয়া হয়েছে।

বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, চর আবদুল্লাহ উপজেলার নদী বেষ্টিত বিচ্ছিন্ন এলাকা। ট্রলারে করে সেখানে যেতে হয়। আমরা ঘটনাস্থল যাচ্ছি। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানানো যাবে।

কাজল কায়েস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।