মঠবাড়িয়ায় হরিণের চামড়াসহ দুই যুবক আটক


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচরা এলাকা থেকে আটটি হরিণের চামড়াসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৮। বুধবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, ঘটিচরা এলাকার মো. আলম মৃধার ছেলে মিরাজ (২৭) এবং বরগুনার চরদুয়ানি এলাকার মৃত আহম্মদ হাওলাদারের ছেলে হালিম হাওলাদার (৩৮)।

র‌্যাব-৮ এর মেজর শিশির মাহমুদ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজের ঘটিচরা এলাকার বাসায় অভিযান চালিয়ে আটটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে হরিণ শিকার এবং চামড়া কালো বাজারে ক্রয়-বিক্রয়ের অভিযোগে হালিম ও মিরাজকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাইফ আমীন /এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।