নীলফামারীতে পাটের ফলন-দামে খুশি কৃষক
নীলফামারীতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। এতে পাট চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। অনুকূল আবহাওয়ায় পাটের ফলন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৩২ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এতে ছয় হাজার টন পাট উৎপাদন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে পাট ও পাটখড়ি শুকাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পরম আগ্রহে এসব পাট ও পাটখড়ির যত্ন নিচ্ছেন তারা। পাটের ফলন আর দাম নিয়েও স্বস্তিতে রয়েছেন তারা।
জাহেনুর ইসলাম নামের এক পাট চাষি জানান, দুই বিঘা জমিতে পাট লাগিয়েছিলেন তিনি। বিঘা প্রতি ১০ মণ পাট এসেছে তার। প্রতি মণ পাট তিন হাজার টাকা দরে বিক্রি করেছেন। কিছু পাট রেখে দিয়েছেন। দাম আরেকটু বাড়লে সেগুলো বিক্রি করবেন বলে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জাগো নিউজকে বলেন, এবার জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে পাটের দামও বেশ ভালো। ভালো ফলন আর দামে খুশি কৃষকেরা।
আরএইচ/জিকেএস