টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ট্রাকচালক ও সহকারীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইলের দেলদুয়ারে ডুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মমতাজ মিয়া (৫০) দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো টিন ভর্তি দুটি ট্রাক। ডুবাইল এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি সামনের ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের ওপরে উঠে উল্টে যায় ট্রাকটি। দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকের চালক মমতাজ মিয়া ও তার সহকারী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেওয়া হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, নিহত সহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক ও মাইক্রোবাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এস এম এরশাদ/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।