প্রধানমন্ত্রীকে এসএমএস করে ঘর পেলেন প্রতিবন্ধী বাবু মিয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইলে এসএমএস (খুদে বার্তা) পাঠিয়ে জমিসহ আধাপাকা বাড়ি পেলেন মাগুরার প্রতিবন্ধী বাবু মিয়া।

শনিবার (৪ আগস্ট) দুপুরে তার হাতে চাবি-দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এ সময় বাবু মিয়াকে দুই শতক জমিসহ আধাপাকা বাড়ির দখল শর্ত বুঝিয়ে দেওয়া হয়। দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি খোলা বারান্দা রয়েছে। এছাড়া পানির সুব্যবস্থাসহ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বাবু মিয়া ঝিনাইদহ জেলার মৃত গোলাম সরওয়ারের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি মাগুরায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিলেন। বর্তমানে তিনি মাগুরা আদর্শ কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

jagonews24

বাবু মিয়া জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের ঘরবাড়ি করে দিচ্ছেন খবরটি শুনে এপ্রিল মাসে নিজের সমস্যার কথা তুলে ধরে মোবাইলে একটি এসএমএস পাঠাই। এর কিছুদিন পর মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম নিজে এসে খোঁজখবর নিয়ে ঘর তৈরির যাবতীয় উদ্যোগ গ্রহণ করেন।

হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, প্রতিবন্ধী বাবু মিয়া ঘর পেয়ে খুব খুশি হয়েছেন। ঘরটি তার প্রয়োজন মিটিয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন কবির বলেন, জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ঘরটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ঘরটিতে বিদ্যুৎ সংযোগ ও রাস্তা করে দেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইলে একটি ক্ষুদেবার্তা পাঠান বাবু মিয়া। সেটি সংশ্লিষ্টদের নজরে আসলে যাচাই-বাছাই করে দেখার জন্য বলা হয়। সে নির্দেশনা মোতাবেক ঘরটি নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

মো. আরাফাত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।