নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

সারাদেশের ন্যায় নাটোরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয়ের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

সকালে শহরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে স্কুল, কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, আনসারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মশিউর রহমান ও পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। দুপুরে কানাইখালী স্টেডিয়ামে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন।

পরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শারীরিক কসরৎ প্রদর্শন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপিসহ দলীয় নেতারা।

এছাড়া বেলা ১২টায় শহরের কানাইখালি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।