খুলনায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অটোরিকশা ও অনলাইন মার্কেটপ্লেস দারাজের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-অটোরিকশার যাত্রী সিয়াম (৪০) ও চালক জিল্লুর রহমান। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান চালক ও তার সহ হেলপারকে আটক করেছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে কৈয়া বাজার থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে দারাজের একটি কাভার্ডভ্যান কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের কাছে পৌঁছালে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী সিয়াম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর ইজিবাইক চালক জিল্লুর রহমানের মৃত্যু হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দুর্ঘটনায় আহত আরও দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

আলমগীর হান্নান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।