সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রিসহ দুই মারা গেছেন। এসময় সহযোগিতা করতে আসা আরও একজন আহত হন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের হাসিম মিয়ার ছেলে হাসান মিয়া (৩০) ও একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মোবারক হোসেন (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের লালু মিয়ার বাড়িতে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি হাসান। তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ইজিবাইক চালক মোবারক হোসেন ভেতরে নামেন। তিনিও কোনো সাড়াশব্দ না করায় এলাকাবাসীর সহায়তার সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ভৈরব উপজেলার ভাগলপুর হসপাতালে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জিত সাহা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।