সংবর্ধনা অনুষ্ঠানেও চেয়ার পেলেন না মুক্তিযোদ্ধারা


প্রকাশিত: ০৯:১১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের অায়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাকে ভবনের বাইরে বাউন্ডারি ওয়ালে বসে সংবর্ধনা নিতে দেখা গেছে। (১৬ ডিসেম্বর) বুধবার ঠাকুরগাঁও শহরের অার্ট গ্যালারিতে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদে এ চিত্র দেখা যায়।

এ সময় বাইরে অপেক্ষমাণ মুক্তিযোদ্ধা বাউন্ডারি ওয়ালে বসে অনুষ্ঠানের অতিথি জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশীর বক্তব্য শুনছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ অাসনের এমপি রমেশ চন্দ্র সেন।

Thakurgao

অনুষ্ঠান স্থলের ভেতরে গিয়ে দেখা যায়, অতিথিরা সব চেয়ার দখল করে বসে অাছেন। অার বেশ কিছু মুক্তিযোদ্ধা সেখানেও দাঁড়িয়ে বক্তব্য শুনছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুক্তিযোদ্ধা জাগো নিউজকে বলেন, অামরা সব সময় অবহেলিত। যার ভাগ্যে বসার জন্য একটা চেয়ার জুটে না তাদের অাবার সংবর্ধনা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও শহরের বাসিন্দা শ্রমিক নেতা শাহাদত হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সবোর্চ্চ সম্মানিত ব্যক্তি। তাদের বাউন্ডারি ওয়ালে বসে সংবর্ধনা নিতে দেখে খুব কষ্ট হচ্ছে। এই মানুষগুলোকে বছরে মাত্র দুইদিন সম্মান দেয়া হয়। অথচ সেই দিনও তাদের অবহেলা করা হলো।

এ ব্যাপারে কথা বলার জন্য ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, অনুষ্ঠানে দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।


এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।