ইউএনও`র অপসারণের দাবিতে ছাত্রলীগের মিছিল


প্রকাশিত: ০৯:০১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবসের অনুষ্ঠান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয়ার প্রতিবাদে মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, বুধবার সকালে মির্জাপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শনের সময় অনুষ্ঠানস্থল থেকে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের ধাক্কিয়ে বের করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ। এরই প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক মিছিল বের করেন এবং তার অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাঈম হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আবু বক্কর শিকদার, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শেখ রাসেল হাসান রকি, মো. শরিফুল ইসলাম, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন বলেন, আমরা বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করছিলাম। এ সময় নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ধাক্কিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ বলেন, ওরা আমাদের ছোট ভাই। ওদের সঙ্গে এ রকম আচরণ কখনও করতে পারি না।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।