ভাঙনের ঝুঁকিতে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ
বর্ষার পানির প্রবল স্রোতে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় এ বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এভাবে ভাঙতে থাকলে দ্রুতই শহরে পানি প্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় পৌংলী নদীঘেঁষা শহর রক্ষা বাঁধটিতে কয়েক দিন ধরে ভাঙন দেখা দিয়েছে। ফলে আশপাশের বেশ কয়েকটি ভিটেবাড়িও নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার মানুষের চোখে ঘুম নেই। যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাঁধটি এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এ এলাকার হাজারো মানুষ। তারা বাঁধটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
গালা ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল মান্নান সরকার বলেন, সম্প্রতি বাঁধটির বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বাঁধ। বাঁধটি ভেঙে গেলে টাঙ্গাইল শহরে পানি প্রবেশ করবে। বাঁধটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রাজকুমার বলেন, বিভিন্ন সময় নদী খননের নামে এ নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনের কারণেই প্রতি বছর নদীতে ভাঙন দেখা দেয়। এজন্য অনেক মানুষ ভিটেবাড়ি হারা হয়েছেন। এ বছর শহর রক্ষা বাঁধেও ভাঙন শুরু হয়েছে। বাঁধটি রক্ষায় বিভিন্ন সময় সমন্বয় মিটিংয়ে আলোচনা করেছি। ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট সবাই অবগত আছেন, তারপরও ব্যবস্থা নিচ্ছেন না। এখনই ব্যবস্থা না নিলে বাঁধটি ভেঙে শহরে পানি প্রবেশ করতে পারে।
এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/এমএসএম/জেআইএম