বজ্রপাতে প্রাণ গেলো দুই রোহিঙ্গার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
রোহিঙ্গা ক্যাম্প; ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭’র এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের ঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-৮’র মো. হারেস ও ক্যাম্প-২’র ওয়েস্ট, ব্লক ডি/৪’র নাজমুল হাসান। তারা দুজন সম্পর্কে ভায়রা।

আহতরা হলেন- ক্যাম্প ১৭’র মো. হাকিমের ছেলে মো. সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ক্যাম্প-১৭, ব্লক-এইচ ১০৪’র মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৪’র অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে শুরু হয় বজ্রপাতও। এতে একই ঘরে দুজন মারা যান।

সায়ীদ আলমগীর/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।