বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

রাজশাহীতে গাঁজা গাছসহ মো. আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাঁজা গাছটির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলেও জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নগরীর কাটাখালী থানাধীন বড় মল্লিকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রাজ্জাক নগরীর কাটাখালী থানাধীন বড় মল্লিকপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রাচীর দিয়ে ঘেরা বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন আব্দুর রাজ্জাক। সম্পৃতি বিষয়টি জানতে পারে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক আইনে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফয়সাল আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।