নাব্য সংকটে চালু হচ্ছে না শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

নাব্য সংকটের কারণে শিমুলিয়া-মাঝিরকান্দি নতুন নৌরুটে চালু হচ্ছে না পরীক্ষামূলক ফেরি চলাচল।

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে ফেরি চলাচল শুরুর কথা থাকলেও সকালে নৌরুট পরিদর্শন করে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএর একটি টিম।

jagonews24

এ সময় তারা বলেন, নৌরুটের বিশাল অংশে পানির গভীরতা ১২ ফুটের জায়গায় ৫ ফুটে এসেছে। এ নাব্য সংকট নিরসনে ড্রেজিং ও আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলেছেন তারা।

নৌরুট পরিদর্শন শেষে বিআইডাব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এইচ এম আশিকুজ্জামান বলেন, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি পরিচালনার জন্য আমরা প্রস্তুত ছিলাম। মূলত জাহাজ নিয়ে আমাদের নৌরুটে যাওয়ার কথা ছিল। তবে কালকে লৌহজং টার্নিং পয়েন্টে পানির গভীরতা ছিলো ১২ ফুট সকাল সেটি ৫ ফুটে চলে এসেছে। পানি না বাড়লে আগামী তিন-চার দিনেও ফেরি চালু করা যাবে না।

jagonews24

এর আগে ১৮ আগস্ট থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তা বিবেচনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে জরুরি সেবা ও বিকল্প নৌরুট হিসাবে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুট সচলে উদ্যোগ নেয় বিআইডাব্লিউটিসি।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।