মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরের যৌন হয়রানির মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা কাউন্সিলর।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটি করেন তিনি।

পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে ওই নারী কাউন্সিলর বলেন, পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২২ আগস্ট (রোববার) দুপুরে পৌরসভার একটি সভা শেষে সবাইকে বিদায় করে যৌন হয়রানির চেষ্টা ও শ্লীলতাহানি করেন মেয়র।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায় জাগো নিউজকে বলেন, এক নারী কাউন্সিলর পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।