দিনাজপুরে ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৫৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়নের নেতারা। এর আগে দুপুর ১২ টায় দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি আদায়ে বুধবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।

দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন। সেখানে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজেদের চার দফা দাবি নিয়ে আলোচনা করেন তারা। দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকাল থেকে জেলায় স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে।

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।