ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ছিনতাইচেষ্টা
বরিশালে অগ্রণী ব্যাংকের সদররোড শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে সিঁড়ি দিয়ে নামছিলেন আমিনুল ইসলাম নামে এক গ্রাহক। ওইসময় এক যুবক তার চোখে শুকনো মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তবে তাতে ব্যর্থ হন ওই যুবক। উল্টো আমিনুল ইসলাম চিৎকার করলে আশপাশের মানুষ এসে ছিনতাইকারী যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। তবে যুবকের সঙ্গে থাকা আরও দুই সহযোগীকে ধরতে পারেনি পুলিশ। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে অগ্রণী ব্যাংকের বরিশাল সদররোড শাখার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
ছিনতাইচেষ্টার অভিযোগে আটক যুবকের নাম জনি। তিনি নগরীর কাউনিয়া রোডের ডোম কলোনীর বাসিন্দা বাদলের ছেলে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, তিনি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। হঠাৎ তার পথরোধ করে এক যুবক। বুঝে ওঠার আগেই তার চোখে মরিয়ে গুড়া ছিটিয়ে দিয়ে টাকা ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে ব্যাংক ও আশপাশের লোকজন এসে ছিনতাইকারী যুবককে ধরে ফেলে।
অগ্রণী ব্যাংক সদররোড শাখার সিনিয়র অফিসার সমর রঞ্জন জানান, ছিনতাইয়ের চেষ্টা করা যুবককে পুলিশে দেওয়া হয়েছে। ঘটনার পর গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ছিনতাইকালে আটক যুবককে থানা আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তার আরও দুই সহযোগীকেও আটকের চেষ্টা করছে পুলিশ।
সাইফ আমীন/এএএইচ