আদমদীঘিতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় আল-আমিন (৩২) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুরইলের শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালক মোতাহার হোসেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস উপজেলার শিবপুরের বাবলাতলা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী আল-আমিন ঘটনাস্থলেই মারা যান। আর অটোরিকশাচালক মোতাহারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।