৮ দিন পর আবার সি-ট্রাক চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ৩১ আগস্ট ২০২১

উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হওয়া জামালপুর-বগুড়া নৌরুটের বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস আবার চালু হয়েছে।

বন্ধের আটদিন পর মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ-সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে সি-ট্রাকটি।

গত সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আব্দুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুরু থেকেই কম যাত্রী নিয়ে চলাচল শুরু করে সি-ট্রাক। কিন্তু ওইদিন কালিতলা ঘাট অতিক্রম করার পর মাঝ নদীতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় নৌরুটে খেয়া নৌকা, ভাড়া নৌকায় চাপ বেড়ে যায়। অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কিন্তু আজ থেকে আবারও সি-ট্রাক চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে এ এলাকার যাত্রী সাধারণের মাঝে।

স্থানীয় সি-ট্রাকের (ফেরি) ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবার যাত্রা শুরু করেছে সি-ট্রাক।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।