ফেনীর ট্রমা সেন্টারে হচ্ছে আরটি-পিসিআর ল্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২১

করোনার নমুনা পরীক্ষায় ফেনী ট্রমা সেন্টারে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৩০ আগস্ট) ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ল্যাব স্থাপনের স্থানটি পরিদর্শন করেছেন।

এ সময় সিভিল সার্জন রফিক উস ছালেহীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, বিএমএ ফেনী জেলার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাউসার, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম আর মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপন নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপন নাথ জানান, ফেনীতে আরটি-পিসিআর ল্যাব স্থাপন হলে দৈনিক ২৯০ জনের করোনা টেস্টের ফলাফল পাওয়া যাবে। এছাড়াও বিদেশগামী ব্যক্তিরা টেস্টের জন্য নোয়াখালী ও চট্টগ্রামে যেতে হবে না।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।